ফের বজ্রপাতে একইসঙ্গে মৃত্যু হল তিন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ প্রবল বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে থাকে মালদা সহ রাজ্যের একাধিক জেলায়।
এদিন বৃষ্টির হয়। সে সময় বাজ পড়েই হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বিভিন্ন জায়গায় প্রাণ হারান তিনজন। এদের মধ্যে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক এলাকার বারদুয়ারী দক্ষিণ রামনগর গ্রামের মিঠু কর্মকার তার বয়স হয়েছিল ৩৩। মাঠে কাজ করার সময় বাজ পড়ে প্রাণ হারান তিনি। অন্যদিকে পাশেই বাইশা গ্রামের বছর ৫৭'র পিনু ওঁরাও ঝড়ের সময় পার্শ্ববর্তী আমবাগানে কাজ করছিলেন। সেই সময় বাজের আঘাতে প্রাণ হারান তিনি। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নারায়ণপুর গ্রামে সুলতান আহমেদ (২৩) নামক এক যুবকও এদিন বজ্রপাতে নিহত হন । তিনি সে সময় মাঠে কাজ করছিলেন। এদিকে বজ্রপাতের ফলে রামনগর এলাকার কৃষ্ণ সাহা (২২) নামক এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct