করোনা ভাইরাসের প্রকোপ সারা বিশ্বের প্রায় সব দেশ যখন আতঙ্কগ্রস্ত তখন কয়েকটি দেশ তা থেকে মুক্ত। এক করোনা মুক্ত দেশের তালিকায় স্থান করে নিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজি। ফিজি এখন করোনাভাইরাস-মুক্ত। দেশটির পক্ষ থেকে আজ শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামার মতে, প্রার্থনা, পরিশ্রম ও বিজ্ঞান দিয়ে করোনা জয় করেছেন তাঁরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ফিজির সবশেষ কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ার পর দেশটি নিজেকে করোনামুক্ত ঘোষণা করে। এতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফিজিকে একটি সফল দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ফিজির মোট জনসংখ্যা প্রায় ৯৪ হাজার। গত মার্চের মাঝামাঝি ফিজিতে প্রথম করোনা-সংক্রমিত রোগী শনাক্ত হয়। এ ঘোষণা আসার পর দেশটির মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তবে দেশটির কর্তৃপক্ষ করোনার বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct