গর্ভবতী হাতিকে আনারসের মধ্যে বাজি দিয়ে বিস্ফোরণের ঘটনা নিয়ে দেশ জুড়ে সমালোচনার অন্ত নেই। কেরলের পালাক্কাদে হয় এই মর্মান্তিক ঘটনায় গর্ভবতী হাতির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পুলিশ একজন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে। তবু বিভিন্ন মহল থেকে ক্ষোভ মিটছে না। সবাই কড়া শাস্তির দাবি তুলেছেন। কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ান অপরাধীকে করা শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এবার ময়দানে নামল কেন্দ্র। কেরালায় হাতির অপমৃত্যুর তদন্ত হবে জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর বৃহস্পতিবার বলেন, যেভাবে অন্তঃসত্ত্বা হাতিটিকে মারা হয়েছে, তা ভারতীয় সংস্কৃতির অঙ্গ নয়। একই সুরে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘আপনাদের উদ্বেগ বৃথা যাবে না।’
মুখ্যমন্ত্রীর কাছে বহু মানুষ এই হত্যায় উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে বয়ে গেছে প্রতিবাদের তুফান। অমানবিক আচরণে ছি ছি করেছে মানুষজন। সে কথার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেন, তিনজনকে সন্দেহ করা হচ্ছে। একটা তদন্তকারী দল গঠিত হয়েছে। পুলিশ ও বন দপ্তর একযোগে ওই ঘটনার তদন্ত করবে। ন্যায়বিচারের জন্য সরকার সবকিছু করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct