মুখ্যমন্ত্রীর দফতর এখন নবান্ন। সেই দফতরে যাতে করোনা ভাইরাসের কোনো সংক্রমণ না থাকে তার জন্য জরুরি পদক্ষেপ নীল রাজ্য সরকার। দু দিন ধরে জীবাণুমুক্ত করার কাজ চলছে নবান্নে। শুরাবার চলবে। ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস নবান্ন সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে। জানা গেছে, দুজন ড্রাইভারের করোনায় আক্রান্তের খবর মেলায় ফের নবান্ন জীবাণূমুক্ত করা হচ্ছে। সূত্র আরো বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের দু’জন ড্রাইভারের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। তাই আগামী দু’দিন পুরো কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সময় আমরা কেউই কার্যালয়ে আসব না।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন রাজ্যের এক আমলার ছেলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct