করোনা পরিস্থিতি মোকাবেলায় এবার সারা বছর নতুন কোনো প্রকল্প আনবে না কেন্দ্রীয় সরকার। তাই কোনো নতুন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রক আর্জি না জানানোর কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। মূলত করোনা সংকটে উদ্ভূত অর্থ সংকটের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাই নতুন করে কোনো প্রকল্পের আর উদ্যোগ নেওয়া আপাতত বন্ধ। এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ২৫ মার্চ থেকে টানা লকডাউন চালিয়েও কোভিড- ১৯ সংক্রমণকে রোখা যায়নি। এই পরিস্থিতিতে আপাতত করোনা সঙ্কটের মোকাবিলাই প্রধান লক্ষ্য। তাই নতুন করে আর সরকার কোনও নতুন প্রকল্পের কথা ভাবছে না। শুধুমাত্র প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার কাজ চলবে। তবে এই প্রকল্প চলবে সদ্য ঘোষিত আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct