'প্রোক্সিমা বি' বিজ্ঞানীদের আশা জোগাচ্ছে । এটি হতে পারে এই গ্রহই মানুষের পরবর্তী বাসস্থান। সাম্প্রতিক গবেষণায় পৃথিবীর বাইরে মানু্ষের বাসযোগ্য অন্য গ্রহ হিসাবে 'প্রোক্সিমা বি'কেই চিহ্নিত করতে চাইছেন মহাকাশ গবেষকরা। সূর্য থেকে এটির দূরত্ব ৪.২ আলোকবর্ষ। আর আমাদের গ্রহের তুলনায় এটি আকারে প্রায় ১.৭ গুন বড়। প্রোক্সিমা সেন্টাউরি–এর অংশ এই গ্রহটি তার নিজের নক্ষত্রকে ১১ দিনে প্রদক্ষিণ করে। ২০১৬ সালে এই গ্রহটি চিলির 'এইচএআরপিএস'–এ একটি স্পেক্টোগ্রাফের ভিত্তিতে আবিষ্কার করেন বিজ্ঞানীরা। তার পর থেকে এই গ্রহের তথ্যানুসন্ধান চলছেই। বিজ্ঞানীরা আশার কারণ দেখছেন।বিজ্ঞানীরা বলেছেন, 'পৃথিবী সূর্যের যত কাছে 'প্রোক্সিমা বি' গ্রহটি তাঁর নক্ষত্রের তার থেকে কুড়ি গুন কাছে আছে। তবে এর তলের তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রার সমান বলেই মনে করেন বিজ্ঞানীরা। আর সেই কারণেই তাদের আশা, হতে পারে 'প্রোক্সিমা বি'–তে জল রয়েছে। তার মানে থাকতে পারে প্রাণও। তবে আশঙ্কার কথাও রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, 'প্রোক্সিমা বি' গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, সেটি থেকে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি গ্রহের দিকে ধেয়ে আসে। একথা ঠিক, সূর্য থেকেও একাধিক রশ্মি পৃথিবীর দিকে আসে, কিন্তু সেখানে এই রশ্মির পরিমাণ পৃথিবীর তুলনায় প্রায় ৪০০ গুণ বেশি। যার ফলে প্রাণ কী ভাবে সেখানে রক্ষা পাবে, সেটাও একটা প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct