রাশিয়া বিশ্বকাপের কাপ জেতার পর কিলিয়ান এমবাপ্পে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক'দিন আগেই রাশিয়া বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন। ব্যালন ডি'অর জয়ের দৌড়ে রয়েছেন তিনি। যার ফলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি তরুণ ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ পেলেন ফরাসি ফুটবলার এমবাপ্পেই। ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে আপাতত এমবাপ্পের মার্কেট ভ্যালু ১৯২ মিলিয়ন পাউন্ড। যা এখন বিশ্বের তরুণ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। মাত্র ১৯বছর বয়সে ফুটবল ইতিহাসেও সবচেয়ে বেশিদামি ফুটবলার তিনি।
১৯৯৮ সালের ২০ডিসেম্বর ফ্রান্সের বণ্ডিতে জন্মগ্রহণ করেন এমবাপ্পে। ২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে। এটি কোনও ফরাসি ফুটবলারের সবচেয়ে কমবয়সে মূলদলে খেলার ঘটনা। এর আগে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৮ বিশ্বকাপে তিনি ছিলেন ফ্রান্সের তুরুপের তাস। ফরাসিদের দ্বিতীয়বার বিশ্বজয়ের নেপথ্য নায়ক তিনিই। ২০বছর পর নিজ দেশকে বিশ্বকাপ জিতিয়েসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার নিলেন এমবাপ্পে।
বিশ্বের ফুটবল বোদ্ধাদের অনেকেই এমবাপ্পেকে ব্রাজিলের তিনবার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা করছেন। তাদের মতে, ফুটবলবিশ্বের দ্বিতীয় পেলেসে-ই, আগামীর সুপারস্টারও। ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির হয়ে খেলেন এমবাপ্পে। দুর্দান্ত পারফরম্যান্সের নৈপুণ্যে আপাতত তরতর করে বাড়ছে তাঁর দাম। ফরাসি ক্লাবটিতেও তাঁর বেতন বাড়ছে বলে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct