করোনা ভাইরাসের দাপটে এমনিতেই নাজেহাল গোটা বিশ্ব। তারই মাঝে আবার নতুন ত্রাস রাশিয়ায়। সাইবেরিয়ার একটি বিস্তৃত অঞ্চলজুড়ে ছেয়ে গিয়েছে রক্তচোষা এঁটুলি পোকা। এই ভয়ংকর এঁটুলির দাপটে তীব্র ভয় রাশিয়ার মানুষজনের মধ্যে। ভয়ের সবচেয়ে বেশি কারণ হলো এই রক্তচোষা এঁটুলি পোকার কামড়ে মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ওষুধ বা ভ্যাকসিন কিছুই নেই। যদিও সূত্রের খবর, এই এঁটুলি পোকার আক্রমণ প্রথম নয়। এর আগে বহুবার একই কাণ্ড ঘটেছে রাশিয়ায়। তবে চোখ কপালে ওঠার মতো বিষয় হলো, যতবারই এই পোকার আক্রমণ হয়, ততবারই ব্যাপক হারে মানুষ মারা যান। ২০১৫ সালে এই পোকার আক্রমণে দেড় লাখ মানুষ মারা গিয়েছেন। জানা গিয়েছে, এই এঁটুলি পোকার আক্রমণে এনসেফেলাইটিসের মতো একপ্রকার রোগ হয় রাশিয়ায়। এর জেরে গত ২০১৫ সালে প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct