একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ওয়ালপেপার করার ইচ্ছা হতেই পারে। কিন্তু সাবধান, এই ছবি ওয়ালপেপার করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল মারাত্মকভাবে হ্যাং হয়ে যেতে পারে। অনেকের মনে প্রশ্ন, একটা ওয়ালপেপার সেট করলে কীভাবে ফোন হ্যাং হবে? ট্যুইটারে এক অ্যাকাউন্টের সতর্কতার বার্তাকে উপেক্ষা করেই অনেকে তাদের স্মার্টফোনে ডাউনলোড করে ওয়ালপেপার করেন এই ছবি। আর তারপরেই হ্যাং হয়ে যায় তাদের স্মার্টফোন। সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে স্ক্রিন অন-অফ ও বন্ধ হয়ে যায়।অন্য ফোন থেকে ট্যুইটার খুলে আইস ইউনিভার্সের ট্যুইটে নিজেদের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন অগণিত ভুক্তভোগীরা। অন্য স্মার্টফোন ব্যবহার করে বিষয়টির ভিডিও করে ট্যুইট করেন কেউ কেউ। তাই এই ধরনের কোনও ছবি কোথাও পেলে বা কেউ সোশ্যাল মিডিয়ায় পাঠালে তা ওয়ালপেপার হিসাবে সেট না করাই ভালো। বিশেষত স্যামসাং-এর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ওয়ালপেপার ফোন হ্যাং করে দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে অজান্তে এই ছবিটি ওয়ালপেপার করে ফেলেন ও ফোন হ্যাং হয়ে যায় তাহলে কী করবেন? এতে চিন্তা করার কিছু নেই। স্মার্টফোন ফ্যাক্টরি রিসেট করলেই আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে ইউআই। তবে এক্ষেত্রে আপনার স্মার্টফোনের মেমরিতে থাকা সমস্ত ডকুমেন্টস, ফাইল, ফোল্ডার ডিলিট হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct