মার্কিন মুলুকে সম্প্রতি মৃত্যু হয়েছে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের। জ্বলে উঠল আমেরিকা। নজিরবিহীনভাবে হোয়াইট হাউসের বাঙ্কারে লুকাতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউসের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে যান বিক্ষোভকারীরা। আগুন ধরানো হয় চার্চে। জর্জের হত্যার বিচার চাইছে গোটা যুক্তরাষ্ট্র। ২০১৩ থেকে ২০১৯- এই ৬ বছরে আমেরিকায় পুলিশের হাতে মৃত্যু হয়েছে ৭৬৬৬ জন কৃষ্ণাঙ্গের। আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষজন মোট জনসংখ্যার ১৩ শতাংশ। পুলিশি অত্যাচার অবশ্য তাদের উপরই বেশি। তবে, জর্জের হত্যার প্রতিবাদে সামিল হয়েছেন সব বর্ণের মানুষ। অবাক করার মতো তথ্য হল, বিগত এই ক'বছরে এমন একটা মাসও যায়নি, যখন আমেরিকার কোথাও না কোথাও পুলিশ কোনও কৃষ্ণাঙ্গকে হত্যা করেনি। গড়ে ২৭ দিনে একজন করে কৃষ্ণাঙ্গকে 'খুন' করা হয়েছে। ডিসেম্বর ২০১৯-এ প্রতিদিন অন্তত পক্ষে ৯ জন কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct