জর্দান নদীর পশ্চিম তীর দখলের ইসরাইলি সিদ্ধান্তের বিরোধিতা করলো কাতার। কাতারের বিদেশমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রাহমান ওই বিরোধিতার কথা সরাসরি ঘোষণা করে বলেন, 'পশ্চিম তীর দখলের ইসরাইলি যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে দোহা রুখে দাঁড়াবে।' সেইসঙ্গে ফিলিস্তিনি জাতিকে তাদের ভূখণ্ড রক্ষায় সহযোগিতা দেওয়ার কথাও ঘোষণা করেন মুহাম্মাদ বিন আব্দুর রাহমান। কাতারের বিদেশমন্ত্রী বলেন, 'করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনি জাতিকে সহায়তা অব্যাহত রাখবে দোহা। ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা সম্মত হয়েছে পশ্চিম তীরের কিছু অংশকে অধিকৃত ভূখণ্ডের সঙ্গে সংযোজন করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ আসছে জুলাই মাসে শুরু করবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct