সারা পৃথিবী যখন করোনা ভাইরাসের জন্য খুব কড়াকড়ি লকডাউন করেছে তখন নরম মনোভাব নিয়েছিল পাকিস্তান। তার খেসারত দিতে হচ্ছে এখন। এবার করোনায় মারা গেলেন পাকিস্তানের এক মন্ত্রী। সংবাদ মাধ্যম সূত্র জানাচ্ছে, প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী গোলাম মুর্তজা। পাকিস্তানের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাম মুর্তজা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন সাহসী ও পরিশ্রমী সদস্য ছিলেন। এ। বিষয়ে এক বিবৃতিতে সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেন, ‘মুর্তজা করোনা ভাইরাসের কারণে মারা গেছেন। তিনি পিপিপির একজন সাহসী ও পরিশ্রমী সদস্য ছিলেন। তার এই শূন্যতা অন্যজনকে দিয়ে পূরণ করা কঠিন কাজ হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়া পাকিস্তানে। এর মধ্যে আবার লকডাউনের কড়াকড়ি নিয়ম তুলে নেওয়া হয়েছে। জনসমাগম এবং ব্যবসা - বাণিজ্য পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। কড়াকড়ি তুলে নেওয়ার পর থেকেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার মধ্যেই মৃত্যু হল খোদ এক পাকিস্তানি মন্ত্রীর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct