হঠাৎ লকডাউন ঘোষণার পর থেকে বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিল না পরিযায়ী শ্রমিকরা। তাই দলে দলে হাজার হাজার কিমি রাস্তা পায়ে হেঁটে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। শ্রমিক স্পেশাল ট্রেন চালু হলেও অনেকের কাছেই ট্রেনের টিকিটের টাকা না থাকায় পায়ে হেঁটে বাড়ি ফেরাকেই বেছে নেন। অনেকে রাস্তায় হাঁটে হাঁটে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন। অনেকে পথ চলতি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন। সম্প্রতি এক পারি সংখ্যানে জানা যাচ্ছে লকডাউন সময়ে শুধুমাত্র পথ দুর্ঘটনায় দুশো জনের মৃত্যু হয়েছে। ২৫ মার্চ থেকে দেশে একটানা লকডাউন চলছে। এতে বিপাকে পড়েছেন দেশটির পরিযায়ী শ্রমিকরা। এক স্বেচ্ছাসেবি সংস্থা সমীক্ষা চালিয়ে দেখেছে পায়ে হেঁটে নিজ নিজ রাজ্যে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় অন্তত ২০০ শ্রমিক মারা গেছে। মঙ্গলবার এক পরিসংখ্যানে প্রকাশ করেছে সেভলাইফ ফাউন্ডেশন।
সেভলাইফ ফাউন্ডেশন জানিয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে ১,৪০০ এরও বেশি সড়ক দুর্ঘটনায় ৭৫০ জন নিহত হয়। এদের মধ্যে ১৯৮ জন পরিযায়ী শ্রমিক। দেশে সড়ক নিরাপত্তা ও জরুরি সেবা জোরদার করতে এই ফাউন্ডেশন কাজ করছে। সংগঠনটি জানায়, প্রচণ্ড রোদের মধ্যে হাঁটা, সাইকেল চালানো এবং বাস বা ভ্যানে করে চলার সময় পরিযায়ী শ্রমিকরা মারা যায়। এছাড়া রয়েছে রাজ্যের ব্যবস্থাপনার বাসগুলোতে বড় ধরনের দুর্ঘটনা। গতি ও চালকদের ক্লান্তিকে এর জন্য দায়ী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct