কোয়ারেন্টাইন সেন্টারে ব্যাপক কড়াকড়ি করে ক্ষুব্ধ হয়ে উঠল কোয়ারেন্টাইনে থাকা মানুষজন। তার জেরে স্বাস্থ্য কর্মীদের ঘেরাও করলেন । শুধু ঘেরাও নয়, তাদেরকে কোয়ারেন্টাইনে সেন্টারের তালাবন্দি করে রাখলেন। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের একটি পলিটেকনিক কলেজে I কোয়ারেন্টাইনে যারা রয়েছেন তাদের অভিযোগ, তাদের কেউ রয়েছেন ২২ দিন আবার কেউ রয়েছেন ২৫ দিন। দফায় দফায় লালারস সংগ্রহ করা হলেও অভিযোগ তাদের রিপোর্ট আসছে না। তাই বুধবার সকালে কোচবিহার জেলা কোয়ারেন্টেন সেন্টার পলিটেকনিক কলেজ তালা বন্ধ করে দিযে স্বাস্থ্য কর্মীদের আটকে দিলেন আবাসিকরা। ওই সব আবাসিকদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে করোনা রিপোর্ট তাদেরকে দিতে হবে। আর রিপোর্ট নেগেটিভ হলে তাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। নচেৎ বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে পারবে না এবং ভেতর থেকে কেউ বাইরে যেতেও পারবেনা।
এ নিয়ে বুধবার উত্তেজনা সৃষ্টি হয় পলিটেকনিক কলেজ চত্বরে। স্বাস্থ্য কর্মীদের তালাবন্দির খবর পেয়ে আসেন জেলা প্রশাসনের আধিকারিকরাI তাদের কাছে স্থানীয়রা অভিযোগ করেন, কোয়ারেন্টেন সেন্টারে প্রবেশ করার পর থেকেই নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে তাদের। আবাসিকদের মধ্যে বেশকিছু ছোট শিশুও রয়েছে, তারা খেতে পারছে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct