করোনা ভাইরাসের সংক্রমণ এ দেশে ছড়িয়ে পড়তে শুরু করার পর ঘোষণা হয়েছে লকডাউনের। পঞ্চম দফার লকডাউনে কিছু বিধি নিষেধ শিথিল হলেও এখনো স্কুল কলেজ বন্ধ। ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীরা মুশকিলে তেমনি সমস্যায় শিক্ষকরাও। সবচেয়ে খারাপ অবস্থা বেসরকারি চাকুরেদের। বিশেষ করে বেসরকারি স্কুলের শিক্ষাকদের। তাদের এখন চাকরি নেই। স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে কবে কাজে যোগ দেবে তার নিশ্চয়তা নেই। আপাতত বেতন বন্ধ। চাকরিও শেষ। তাই এই পরিস্থিতিতে বহু শিক্ষক একশো দিনের কাজে লেগে পড়েছেন কিছু রোজগারের আশায়। রাজস্থানের জয়পুর শহর থেকে পার্সি সত্তর কিমি দূরে থাকেন বেসরকারি স্কুল শিক্ষক রাম অবতার সিং। স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে লকডাউনের জেরে তার আর চাকরি নেই। পলিটিকাল সায়েন্স স্নাতকোত্তর রাম অবতার সিং তাই একশো দিনের কাজকেই এখন আয়ের হাতিয়ার করে চলেছেন। মাটি কাটার কাজে লেগে পারে রোজ পাচ্ছেন ২০২ টাকা। সেটাই এখন প্রধান অবলম্বন রাম অবতার সিং। রাম জানিয়েছেন, প্যান্ট শার্ট পরেই স্কুল শিক্ষকের মতোই তিনি একশো দিনের প্রকল্পে মাটি কাটার কাজ জারে চলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct