রাজ্যের একমাত্র বাম পরিচালিত পুরসভা শিলিগুড়ি পুর নিগমে কর্মচারী নিয়োগে দুর্নীতির চরম অভিযোগ উঠল। এর জেরে আগেই তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছিল। এবার বামেদের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, শিলিগুড়ি পুরনিগমে অবৈধ নিয়োগ এবং কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। বুধবার ওই অভিযোগ তুলে পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের তরফে। এর আগে একই অভিযোগ তুলে ছিল তৃণমূলের পরিষদীয় দলনেতা রঞ্জন সরকার। এবার একই অভিযোগ আইএনটিইউসি তোলায় রাজনৈতিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, পুরনিগমের বাম আধিকারিকরা দলীয় কর্মীদের অবৈধভাবে নিয়োগ করে চলছে। শুধু তাই নয়। সেই সব নতুন কর্মীদের বেতন পুরানো কর্মীদের থেকে বেশি। এই ধরনের বঞ্চনা করায় ক্ষোভ তৈরি হয়েছে কর্মচারীদের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct