শ্রমিক সংগঠনগুলির বিরোধের জেরে বন্ধ হয়ে গেল তিন তিনটি কারখানা। এর মধ্যে দুটি প্লাইউড কারখানা ও একটি কাঠের মিল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের অন্তর্গত খলাই গ্রাম এলাকায়। বন্ধ হয়ে গেছে ইউনিক ভেনিয়ার ইন্ডাস্ট্রি, আগরওয়াল প্লাইউড কারখানা, ইস্ট ইন্ডিয়া গ্রিনউড ট্রেডিং এজেন্সি নামক তিনটি বড় কারখানা। শ্রমিক সংগঠনগুলির মধ্যে বিরোধ চরমে ওঠায় মালিক কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই প্রশাসনকে লিখিত আকারে জানিয়ে দেওয়া হয়েছে মালিক কর্তৃপক্ষের তরফে। লকআউটের ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ইউনিক ভেনিয়ার উত্তর বঙ্গের সর্ব বৃহৎ প্লাইউড কারখানা। যার ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় ৭০০ শ্রমিক। গত তিনদিন ধরে শ্রমিক দের একাংশ আন্দোলনের ফলে শ্রমিকদের কারখানার কাজ বন্ধ করে বার করে দেওয়া হয়। মূলত তৃণমূল পরিচালিত ও বাম।পরিচালিত শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধ বাধে। পরপর তিনদিন ধরে এই ধরনের অচলাবস্থা থাকার ফলে ক্ষতির মুখে পড়তে হয় কারখানা কর্তৃপক্ষের। ফলে মালিকপক্ষ বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দেয় বলে জানা গেছে।