করোনা চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। হু হুঁশিয়ারি দিয়েছে, কোভিড ১৯ মোকাবেলায় অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করলে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করবে। এর ফলে চলমান সংকট এবং সংকটোত্তর কালেও অধিকহারে লোক মারা যেতে পারে।
এ। যাপারে ডব্লিউএইচও’র মহাসচিব টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার জেনেভা সদর দফতরে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন, কোভিড-১৯ এর কারণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে গেছে। অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহারের কারণে ব্যাকটেরিয়ার প্রতিরোধক্ষমতার হারও বাড়বে। এর ফলে মহামারী ও মহামারীর পরেও মৃত্যু হার বেড়ে যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ব্যাকটেরিয়ার সংক্রমণের হুমকি মোকাবেলায় মাত্র কিছু সংখ্যক কোভিড -১৯ রোগীর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। তাই যথেচ্ছ ব্যবহার অনুচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct