লকডাউনে অনলাইন শপিং বা অনলাইনে কেনাকাটা ব্যাপক হারে বেড়েছে। বাড়িতে বসেঅনলাইনে কেনাকাটাই এখনঅন্যতম ভরসা। কিন্তু অনেক সময় সাবধানে অনলাইনে কেনাকাটা না করলে বিপদ আস্তে পারে। যদিও সাবধানতা নিলে অনলাইনে কেনাকাটা সহজ ও নিরাপদ মাধ্যম।
অনলাইনে কেনাকাটার বিপদ হল হ্যাকাররা। হ্যাকাররা হ্যাক করার জন্য প্রথমে যা করে তা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ভিক্টিমকে কোনভাবে তার জালে ফাঁসানো আর এটা না বুঝে ভুল ক্লিকের মাধ্যমেই হয়।
অনেকের মনে হতে পারে, অনলাইনে কেনাকাটা করে তো আমরা করোনাকালীন সময়ে কিছুটা নিরাপদ থাকতে পারব। কিন্তু অনলাইনে আমাদের ডাটা, আমাদের লেনদেন নিরাপদ কি? অনলাইনে কেনাকাটা করতে গিয়ে হ্যাকারদের হাতে চলে যাচ্ছে না তো আমাদের ব্যাক অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড? মূলত অনলাইনে কেনাকাটার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে- যে ওয়েবসাইটে কেনাকাটা করছেন সেই সাইটটি কতটা ট্রাস্টেড এবং সাইটটি এনক্রিপটেড কিনা? ডেটা এনক্রিপশন ম্যাথউড ফলো করে কিনা? যদি এনক্রিপটেড না হয় তাহলে অর্থ লেনদেনে ঝুঁকি থেকেই যায়।
অনলাইনে কেনাকাটায় কীভাবে সতর্কতা অবলম্বন নিয়ে কয়েকটি টিপস:
১। আপনি যে ব্রাউজারটি ব্যবহার করছেন তা নিয়মিত আপডেটেড রাখুন।
২। এমন কোন ওয়েবসাইটে লেনদেন করবেন যে ওয়েবসাইট ডাটা এনক্রিপশন করে না বা সহজে বলতে গেলে যেসব ওয়েবসাইটে "HTTPS" নেই। "HTTP"-এর শেষে "S" লেখাটি দেখে নিবেন।
৩। লোভনীয় কোন ই-মেইলে যাচাই-বাছাই ছাড়া ক্লিক করা ও লেনদেন করা যাবে না।
৪। লোভনীয় কোন পপ-আপে ক্লিক করা ও লেনদেন করা যাবে না।
৫। পরিচিত ও নামি অনলাইন প্রতিষ্ঠান ছাড়া লেনদেন না করাই ভালো।
৬। পাসওয়ার্ডে নম্বর, সিম্বল, ছোট-বড় হাতের অক্ষর মিলিয়ে তৈরি করা।
৭। পাবলিক ওয়াইফাই ব্যবহার করে অনলাইনে কেনাকাটা না করা। ইমারজেন্সিতে ভিপিএন ব্যবহার করে করতে পারেন।
৮। ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করা ভালো। কারণ, ডেবিট কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে, আর ক্রেডিট কার্ডে নির্দিষ্ট একটা আকাউন্ট ব্যবহারের পর বিল পে না করে ব্যবহার করা যায় না।
৯। ফিশিং সাইট থেকে দূরে থাকুন, লেনদেন করার আগে ওয়েবসাইটটি ভালো করে লক্ষ্য করে দেখুন।
১০। আপনি যে ওয়েবসাইটে লেনদেন করছেন তারা আপনার ডাটা কতটুকু নিরাপদে রাখবে সেদিকে লক্ষ্য রাখুন।
১১। ক্রেডিট কার্ড বিল ও ব্যাংক স্টেটমেন্টে লক্ষ্য রাখুন, যে অনাকাঙ্ক্ষিত কোন ট্রানজেকশন আছে কি না, থাকলে তা ব্যাংককে রিপোর্ট করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct