ইরান আর আমেরিকার চাপানউতোর চলছে। তারা এখন সাপে নেউলের মতো। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘চুক্তি থেকে বের হয়ে যাওয়া ও আলোচনার টেবিল ছেড়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র নিজেদেরই দোষারোপ করতে পারে। হুমকি, নিষেধাজ্ঞা কিংবা লোক দেখানো আয়োজন কোনোকিছুতেই কাজ হবে না।’
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ইরান। এরই মধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct