অবশেষে অর্থ কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চার্জশিট দিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম ও তার পুত্র কার্তি চিদাম্বরম সহ অন্যান্যদের।
আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি দাশ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। ওই মামলায় যদিও পিটার মুখার্জি ও তার স্ত্রী ইন্দ্রানী মুখার্জির জেল হয়। এমনকি চিদাম্বরমকেও জেলে যেতে হয়। তবে জামিনে মুক্ত হয়েছেন চিদাম্বরম। ২০০৭ সালে অভিযোগ ওঠে কেন্দ্রীয় আইন ভঙ্গ করে আইএনএক্স মিডিয়ার মালিক পিটার বিদেশি লাগেনি নিয়েছেন। আর তার জন্য চিদাম্বরমকে ১০ লাখ ঘুষ দেওয়া হয়েছিল। সেই মামলায় চার্জশিট দিল সিবিআই।