বঙ্গ বিজেপির লক্ষ্য এখন একুশের বিধানসভা। করোনার আতঙ্ক মধ্যে থেকেও একুশের বিধানসভা রনকৌশল তৈরিতে ব্যস্ত বঙ্গ বিজেপি। সোমবার বৈকালে ব্যাপক সাংগঠনিক রদবদল করা হয়েছে বঙ্গ বিজেপির কমিটিতে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে বিজেপিতে যোগদান করা বিধায়ক ও সাংসদদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এবার বঙ্গ বিজেপির কমিটিতে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজ্য কমিটির নতুন তালিকাতে রয়েছে ১২ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক ও ১০ জন সম্পাদক। এছাড়াও মোর্চা সংগঠনগুলির সভাপতির নামও ঘোষণা করা হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক বিজেপির নতুন রাজ্য কমিটির তালিকা:
সহ সভাপতি: প্রতাপ বন্দ্যোপাধ্যায় ,অর্জুন সিং, দীপেন প্রামাণিক, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জয়প্রকাশ মজুমদার, রাজকুমাল পাঠক, দেবাশিষ মিত্র, সুভাষ সরকার, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় (রাজু), রিতেশ তিওয়ারি, ভারতী ঘোষ ও মাফিজা খাতুন।
সাধারণ সম্পাদক: লকেট চট্টোপাধ্যায়, জ্যোর্তিময় সিং মাহাতো, সায়ন্তন বসু, সঞ্জয় সিং ও রথীন বসু।
সম্পাদক: সব্যসাচী দত্ত, বিবেক শংকর, তুষার মুখোপাধ্যায়, অরুণ হালদার, তুষার কান্তি ঘোষ, শর্বরী মুখোপাধ্যায়, দীপাঞ্জন গুহ, তনুজা চক্রবর্তী, সংঘামিত্রা চৌধুরি ও ফাল্গুনী পাঠক।
যুব মোর্চা সভাপতি- সৌমিত্র খাঁ।
মহিলা মোর্চা সভাপতি- অগ্নিমিত্রা পল।
ST মোর্চা সভাপতি -খগেন মুর্মু।
SC মোর্চা সভাপতি -দুলাল ভর।
প্রসঙ্গত, চন্দ্র বসুকে সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ দেওয়া হয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। নতুন কমেটিতে কোনো জায়গা হয়নি শোভন চট্টোপাধ্যায়ের। নতুন এই কমিটি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব মিলে স্থির করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct