করোনা পরিস্থিতি বিভিন্ন উন্নত দেশের সামাজিক অবস্থানকেও পাল্টে দিয়েছে। গরিব দেশগুলোতে মানুষ লকডাউনে খাদ্যের জন্য হাহাকার করলেও ধনী দেশে দেখা যেত না। এখন ধনী দেশের মানুষরাও চরম বিপদে। বিশ্বের অন্যতম ধনী শহর সুইজারল্যান্ডের জেনেভা। আর সেই শহরই এখন ভুগছে তীব্র অর্থসঙ্কটে। আর তাই খাবার সংগ্রহ করতে পড়ে যাচ্ছে এক মাইল লম্বা লাইন। রাত ২টা থেকে লাইন শুরু হলে সকাল ৭টার মধ্যেই সেই লাইন এতটা দীর্ঘ হয়ে যাচ্ছে। আর লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেরই বক্তব্য একটু সাহায্য চাই। পরিবারের লোকজন না খেয়ে রয়েছেন। কেউ আবার শিশু কোলে নিয়েই লাইনে দাঁড়িয়ে। কেউ বা হুইলচেয়ারে।
কিন্তু কেন বিশ্বের অন্যতম ধনী শহরের এই অবস্থা? জানা গেছে, আসলে করোনা নয়, অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়াতেই জেনেভার এই হাল। করোনার কারণে পুরোপুরি স্তব্ধ পর্যটন শিল্প। মুখ থুবড়ে পড়েছে হোটেল ব্যবসাও। আর তাই এইসব কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অধিকাংশকেই গত মার্চ মাসের পর থেকে হারাতে হয়েছে চাকরি। এছাড়া লোকের বাড়িতে কাজ করা অনেককেও কাজ থেকে বিতাড়িত করা হয়েছে। ফলে হাতে কানাকড়িও নেই। এর ফলে পেট চালানোর জন্য ভরসা সেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যক্তিবিশেষের সাহায্যই। আর তাই তো কোথাও খাবার দেওয়ার কথা জানতে পারলেই প্রায় দু’মাইল হেঁটেও উপস্থিত হয়ে যাচ্ছেন অনেকে। ফলে রেহাই নেই ধনী দেশের মানুষদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct