করোনা অতিমারীর কারণে এমনিতেই অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এর পরে আবার আমফান দক্ষিণবঙ্গের প্রায় কয়েক কোটি মানুষকে নিঃস্ব বুভুক্ষু করে তুলেছে।
এই কঠিন সময়েও বেসের তরফ থেকে রাজ্যের ১১টি জেলায় কমিউনিটি কিচেনের মাধ্যমে কয়েকহাজার মানুষের মুখে প্রতিনিয়ত খাবার তুলে দেওয়া হচ্ছে। কয়েকশো মানুষকে পবিত্র ঈদ উপলক্ষে সিমাই, দুধ এবং রমজানের ইফতারসামগ্রী হিসাবে ফলমূল, ছোলা ইত্যাদি বিতরন করা হয়েছে অনেক আগেই।
এছাড়াও আমফান কবলিত এলাকায় গৃহহীন মানুষের সাময়িক আশ্রয়ের জন্য ত্রিপল বিতরণ করা হচ্ছে BASE (Bengali Academia of Social Empowerment)-এর উদ্যোগে।
জমাট বাঁধা অন্ধকারের বুকে একটি ছোট্ট দীপশিখার আলো পথ দেখাতে সাহায্য করে। স্বার্থপরতার প্রগাঢ় অন্ধকারে BASE পরার্থে কিছু করার একটি অন্যতম নজির।এটি মুলত পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষক ও গুনিজনদের নিয়ে গঠিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন।
এই লকডাউন অবস্থায় চাই আপনাদের সহযোগিতার হাত! মানুষের সুবিধার্থে বেসের কর্মকাণ্ডকে বিস্তৃত করতে সকলের আন্তরিক সহযোগীতার প্রয়োজন-
BASE Bank Account Details:
Account Name: Bengali Academia for Social Empowerment (BASE)
Account Number: 38 48 54 90 841
In Words: (Three Eight Four Eight Five Four Nine Zero Eight Four One)
Account Type: Current
IFSC Code: SBIN0001749
Branch: Park Circus, Kolkata
Bank Name: State Bank of India
Branch Address: 9, Syed Amir Ali Avenue
MICR Code: 700002077
UPI: 9703572472@ybl
Phone Pe: 9703572472
Google Pay: 9703572472 (Through UPI @ 9703572472@ybl)
PayTM: 9703572472
Website: http://basebengal.in/
Facebook Page: https://www.facebook.com/basebengal1
Youtube: https://www.youtube.com/channel/UCsQPZfCKvzwEWU1S07nxQEw
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct