মিয়াজাকি ইউনিভার্সিটি এবং জাপানের বেসরকারি একটি প্রতিষ্ঠান যৌথভাবে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করেছে। তাতে দেখা গিয়েছে, অতি বেগুনি রশ্মি ব্যবহার করে করোনা ভাইরাসের ক্ষমতা ৯৯.৯ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া সম্ভব। গবেষণার ফল অনুসারে জাপানের একটি ফার্ম অতি বেগুনি রশ্মির জন্য নতুন ধরনের এলইডি তৈরি করেছে। আর সেটি ব্যবহারে করোনা ভাইরাসের ক্ষমতা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এতে ভাইরাসটি কোনো মানুষের শরীরে বাসা বেঁধে তাকে কাবু করতে সক্ষম হবে না। নিকিসো করপোরেশন বলছে, তাদের তৈরি অতি বেগুনি রশ্মি সমৃদ্ধ এলইডি মানুষের শরীরে সামান্য মাত্রার পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনকি পরিবেশের জন্যও তা ক্ষতিকর নয়। ওই এলইডি ব্যবহার করে অ্যালার্জির চিকিৎসা করা সম্ভব। সেই সঙ্গে বাতাস পরিষ্কারের জন্যও এটির ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct