উগান্ডায় ইসলাম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ায় নিজের মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রাহেমা কায়োমুহেন্দো নামের ওই ধর্মান্তরিত খ্রিস্টান মগিলা এখন আহত অবস্থায় উগান্ডার এমবালের একটি হাসপাতালে ভর্তি। আগুনে তার পা, পেট, ঘাড় এবং পিঠের নিচের অংশ পুড়ে গিয়েছে। জানা গিয়েছে, ব্যবসায়িক কাজে উগান্ডার এমবারা জেলা থেকে এমবালে জেলায় যাচ্ছিলেন ধর্মীয় শিক্ষক শেখ হুসেন বায়ারুহাঙ্গা হুসেইন এবং তার মেয়ে রাহেমা কায়োমুহেন্দো। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউনের কারণে গন্তব্যে পৌঁছার আগেই তারা এমবালে জেলার নাউয়ুইইয়ো গ্রামে আটকে যান। ওই গ্রামে রাহেমা কায়োমুহেন্দো বাবার সঙ্গে তার পিসির বাড়িতে আশ্রয় নেন। সেখানেই রেডিও শুনে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হন রাহেমা কায়োমুহেন্দো। পরে সে এক খ্রিস্টানের সহায়তায় ধর্মান্তরিত হয়।এ বিষয়ে কায়োমুহেন্দো বলেন, 'যখন খ্রিস্টের বিষয়ে কথা বলছিল তখন আমি খুব আনন্দিত ছিলাম। বাবাকে যখন এ কথা বলি, তখন তিনি তেড়ে এসে আমাকে চড়-থাপ্পর ও লাথি মারতে শুরু করেন।' ঘটনার দিন ৪ মে কায়োমুহেন্দোর বাবা তার পিসিকে জানায় যে সে তার মেয়েকে হত্যা করবে। পরে কায়োমুহেন্দোর বাবা তার মেয়ের শরীরে জ্বালানি তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর কায়োমুহেন্দোর পিসি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct