শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না টাঙ্গাইলের কৃষকেরা। ফলে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেতের পাকা ধান। নলুয়া, তক্তারচালা, কচুয়া, বড় চওনা ও সখীপুর বাজারে শ্রমিক না পেয়ে বিমুখ হয়ে বাড়ি ফিরে যায় কৃষকরা। গত দুই দিন ধরে বাজারে শ্রমিক সংকট বলে জানান কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মরশুমে সখীপুরে প্রায় ১৫ হাজার ৭শত ১৫ হেক্টর জমিতে বোরো ধান আবাধ করেছে কৃষকরা। ঈদের আগেই অনেক কৃষক ধান কাটার মেশিন ও শ্রমিক দিয়ে ধান কেটেছে। এখনো প্রায় ৩০ থেকে ৪০ ভাগ ধান কাটেনি কৃষকরা। একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, রমজান ও ঈদের কারণে ইচ্ছে করেই অনেক কৃষক ধান কাটেনি। এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না। স্থানীয় শ্রমিকদের মূল্য ৭৫০-৮০০ টাকা হলেও খোঁজে পাওয়া যাচ্ছে না। এতো টাকা দিয়ে শ্রমিক নিয়ে তাদের খাবার দিয়ে ধান কেটে কতটা লাভবান হবে এটাও হিসাব করছেন অনেক কৃষক। এদিকে ঝড় ও বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেতের পাকা ধান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct