করোনা থেকে মুক্তি পেতে দিন রাত এক করে গোটা বিশ্বের চিকিত্সা বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে ব্যস্ত। আর অন্যদিকে ঘটে গেল এক ভয়ঙ্কর নৃশংস ঘটনা! ওডিশায় মহামারি রুখতে দেওয়া হল নরবলি! কটকের স্থানীয় এক যুবককে নরবলি দিয়ে তার মুন্ডু উত্সর্গ করল মন্দিরের পূজারি। মন্দিরের মধ্যেই বলি দিয়ে পুরোহিত মুন্ডুটি রেখে পুজো করে৷ পুরোহিতের বক্তব্য, এর ফলে ভগবান তুষ্ট হবে৷ করোনা মহামারি থেমে যাবে৷
বুধবার মধ্যরাতে এই শংস ঘটনাটি ঘটেছে কটকের নরসিংহপুর থানা এলাকায়। ৭২ বছর বয়সী অভিযুক্ত ওই পুরোহিতের নাম সনসারি ওঝা৷ নরবলি দিয়ে পুজো শেষ করে সে সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷
অভিযুক্ত ওই পুরোহিত সরোজ কুমার প্রধান(২৫) নামের যুবকের নরবলি দিয়েছে। অভিযুক্ত পুরোহিত পুলিশকে জানিয়েছে, ভগবান তাকে স্বপ্নে নির্দেশ দিয়েছিল৷ নরবলি দিলেই করোনাভাইরাস সংক্রমণ থেমে যাবে৷ ভগবানের নির্দেশেই সে নাকি নরবলি দিয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই ওই যুবকের সঙ্গে পুরোহিতের বচসা ছিল।
ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিস কুমার সিংয়ের জানান, 'অপরাধি প্রচণ্ড মদ্যপ ছিল বলি দেওয়ার সময়৷ রাতে নরবলি দিয়ে সকালে তার হুঁশ ফেরে৷ তারপর আত্মসমর্পণ করে৷'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct