আমপানের তাণ্ডবে তছনছ বাংলার একাংশ৷ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি তচনচ হয়ে গিয়েছে। ফলে যারা বসবাস করার শেষ সম্বল টুকু হারিয়েছে তাঁদের প্রত্যেককে এককালীন ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিন ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, "আমফানের দাপটে অনেকেরই বাড়ি ভেঙে গিয়েছে, থাকার জায়গাটুকু নেই। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেবে সরকার।" এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে একটা টাস্ক ফোর্সও গঠন করলেন মুখ্যমন্ত্রী। আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ কোটি মানুষ। রাজ্যে মৃত্যু হয়েছে প্রায় ৮৭ জনের। তাছারা ১৬০ কিমি নদী বাঁধ ভেঙেছে। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে বহু জায়গায় টিউবওয়েল। সেক্ষেত্রে টিউবওয়েলের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct