লকডাউনের মধ্যেই শহরের ১৫টি রুটে সরকারি বাস পরিষেবা শুরু হয়েছিল। কিন্তু যাত্রী চাপ না সামলাতে পেরে এবার ৪০টি রুটে বাস পরিষেবা শুরু হল। বুধবার সকাল থেকেই এই পরিষেবা শুরু হয়েছে। শুধু শহরেই নয় উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং নদিয়ার মধ্যেও যোগাযোগ ব্যবস্থা শুরু হল। তবে আপাতত ২০ জন যাত্রী নিয়েই বাসগুলি দৌঁড়াবে। বাসে মাস্ক বা ফেস শিল্ড ও স্যানিটাইজার বাধ্যতামূলক। মানতে হবে নির্দিষ্ট গাইডলাইনসও।
বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে এই রুট গুলিতে - হাওড়া থেকে বারুইপুর, জোকা থেকে ইকোস্পেস, ব্যরাকপুর থেকে হাওড়া, সোদপুর থেকে হাওড়া, পার্ক সার্কাস থেকে ডানকুনি, নিউটাউন থেকে বেহালা, শকুন্তলা পাক থেকে কলকাতা স্টেশন, বারাসাত থেকে এসপ্ল্যানেড, ব্যরাকপুর থেকে করুণাময়ী এবং সাপুরজি সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক রুট।
অন্যদিকে, উত্তর দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়ার মধ্যেও বাস পরিষেবা চালু হয়েছে। এক্ষেত্রে এসপ্ল্যানেড থেকে করিমপুর সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৫টা অবধি বাস চলবে। করিমপুর থেকে সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৫টা অবধি বাস চলবে।
এছাড়াও এসপ্ল্যানেড থেকে ডায়মন্ড হারবার, এসপ্ল্যানেড থেকে ন্যাজাট, এসপ্ল্যানেড থেকে বকখালি, গড়িয়া থেকে বনগাঁ ও বারাসাত থেকে বাদুড়িয়ার মধ্যে বাস চলবে। রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কপূর জানিয়েছেন, ধাপে ধাপে রুট এবং বাসের সংখ্যা বাড়ানো হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct