জুলাই মাসেই দেশজুড়ে খুলতে চলেছে সমস্ত স্কুল। তবে সেগুলি ধাপে ধাপে খুলবে। গ্রিন জোনে এবং অরেঞ্জ জোনের স্কুল গুলি খুলেও রেড জনের স্কুলগুলি এখনি খুলছে না। সূত্রের খবর, সংক্রমণ এড়াতে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ছাত্রদের স্কুলে আনতে চাইছে না কেন্দ্র।
দেশজুড়ে লকডাউন শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ১৬ মার্চ থেকে বন্ধ হয়েছিল স্কুলগুলি। তা সত্ত্বেও করোনা আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। তাই ছোটদের এখনি স্কুলে আনতে চাইছে না কেন্দ্র।
১৪ মে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, মাত্র ৩০ শতাংশ ছাত্র-ছাত্রী স্কুলে আসার অনুমতি পাবে। শিক্ষক ও ছাত্রদের জীবন অনেক জরুরি বিষয়। তিনি আরও বলেন, স্কুল কলেজের গাইউলাইন গুলি ঢেলে সাজানো হবে।
প্রাথমিক গাইডলাইন বিষয়ে বলা হয়েছে, সব শিক্ষকদের বাধ্যতামূলক ভাবে মাস্ক পড়তে হবে। এক আসনে দুজনের বেশি ছাত্রছাত্রী বসতে পারবে না। সিসিটিভির মাধ্যমে সামাজিক দূরত্বও মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct