করোনা আবহের মধ্যেই CBSE দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষাকেন্দ্র গুলিতে করোনার থেকে দূরে থাকতে সমস্ত রকম সরকারি নির্দেশিকা কঠোর ভাবে পালন করা হবে। তার জন্যই পরীক্ষা নেওয়া হবে দেশের মোট ১৫,০০০ কেন্দ্রে। সোমবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এই তথ্য জানিয়েছেন।
আগেই ঠিক হয়েছিল, আগামী ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে বাকি থেকে যাওয়া CBSE-র এই বোর্ড পরীক্ষাগুলি নেওয়া হবে। পরীক্ষা হবে দেশের ৩,০০০ কেন্দ্রে। তবে গতকাল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, করোনার জেরে সামাজিক দূরত্ব বিধি মানার জন্য পরীক্ষা নেওয়া হবে মোট ১৫,০০০ কেন্দ্রে।
এর আগে অবশ্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে নির্দেশিকা মারফৎ জানানো হয়েছিল যে, পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে স্কুলেই বোর্ড পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, কন্টেনমেন্ট জোনে কোনও পরীক্ষাকেন্দ্র রাখা হচ্ছে না। তাছাড়াও সংশ্লিষ্ট রাজ্য সরকারকে পরিবহণের ব্যবস্থা করতে বলা হয়েছে। যাতে সহজেই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে।
CBSE দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেশজুড়ে নেওয়া হলেও CBSE দশম শ্রেণির বাকি থাকা পরীক্ষা নেওয়া হবে শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লি অঞ্চলের স্কুলগুলির। কারণ লক ডাউন শুরু হওয়ার আগেই বাকি জায়গা গুলির পরীক্ষা নেওয়া হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct