লকডাউনের শুরু সময় থেকে দেশের মধ্যে বিমান চলাচল থেকে শুরু করে আন্তর্জাতিক বিমান পরিষেবা সবই বন্ধ ছিলো। যদিও আগামী সপ্তাহ থেকে দেশে উড়ান পরিসেবা চালু হয়ে যাচ্ছে।
জুনের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে আন্তর্জাতিক উড়ান। কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী একটি কনফারেন্সের মাধ্যমে এমন ইঙ্গিত দিলেন। কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, আগামী কিছুদিনের মধ্যে করোনাভাইরাসের দাপট যদি কমে যায় , তাহলে জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শেষ থেকে আন্তর্জাতিক উড়ান চালু করে দেওয়া হবে। তিনি বলেন আমাদেরকে এখন করোনা নিয়েই চলতে হবে তাহলে "আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করে কী লাভ! আর কয়েকদিন দেখা যাক।"
করোনাভাইরাসের সময়ে দেশের মধ্যে বিমান পরিষেবা চালু করার গাইডলাইন নিয়ে আলোচনার সময়ে, কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরি কয়েকটি গাইডলাইন উল্লেখ করেন Aarogya Setu অ্যাপে কোনও যাত্রীকে সবুজ সংকেত দিলে, তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে না। এবং যাঁরা আরোগ্য সেতু অ্যাপে লাল সংকেত পাবেন, তাঁদের বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। এদিন ভারচুয়াল বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আরোগ্য সেতু অ্যাপে কোনও যাত্রী সবুজ সংকেত পেলে তাঁর কোয়ারেন্টাইনে যাওয়ার প্রয়োজন নেই”। পাশাপাশি আন্তর্জাতিক উড়ান পরিষেবা প্রসঙ্গে হরদীপ সিং পুরী জানান “কিছু সংখ্যক আন্তর্জাতিক উড়ান পরিষেবা” চালু করার চেষ্টা করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct