ভয়ঙ্কর আমফান যেন সবকিছু মাটিতে মিশিয়ে দিয়েছে। লন্ডভন্ড কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত তা এখনও জানা যায়নি। আমফানে কতটা ক্ষতি হল? জানতে কেন্দ্রীয় দল আসছে রাজ্যে। দুই ২৪ পরগনা সহ কলকাতার বিপর্যস্ত এলাকাতেও যাবেন কেন্দ্রীয় দল৷ প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির রিপোর্ট দেবে কেন্দ্রকে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, উদ্ধারকাজের জন্য অতিরিক্ত NDRF-এর দল আসছে রাজ্যে।
ইতিমধ্যেই ট্যুইট করেছেন অমিত শাহ৷ ট্যুইটেতিনি লিখেছেন, “আমফান পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলে সর্বোতভাবে সাহায্যের আশ্বাস দিয়েছি।”
অন্যদিকে প্রধানমন্ত্রী একটি ট্যুইট করে লিখেছেন, ‘দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে। আমফানের তাণ্ডবের ছবি দেখেছি। সঙ্কটের সময়ে পাশে রয়েছি। রাজ্যের সব মানুষের সুস্থতা কামনা করি। বাংলায় যত শীঘ্র সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে। বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে নেমেছে NDRF। দুর্গতদের সাহায্যে খামতি হবে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct