আমফানের ফলে সোনার বাংলা যেন মাটিতে মিশে গিয়েছে। বুধবার সন্ধের ৩ ঘণ্টার ঝড় সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। বিধ্বংসী আমফানের তাণ্ডবলীলার ছবি দেখে কেঁদে উঠছে গোটা দেশের হৃদয়। গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল সেই হতাশার সুর। মুখ্যমন্ত্রী বলেন, করোনার থেকেও খারাপ পরিস্থিতি। ঝড়ের বিভৎসা দেখে তিনি স্তম্ভিত। রাজ্যে কত ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব নেই। তবে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তিনি কেন্দ্রের থেকে সাহায্য প্রার্থনা করেন। কেন্দ্রের কাছে তিনি অনুরোধ করেন মানবিকতার খাতিরে যেন রাজ্যকে ফের উঠে দাঁড়াতে সাহায্য করে কেন্দ্রীয় সরকার।
এরপরেই রাজ্যকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বাংলার প্রতি নিজের গভীর দুশ্চিন্তা ও আশঙ্কার কথা উল্ল্যেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে। আমফানের তাণ্ডবের ছবি দেখেছি। সঙ্কটের সময়ে পাশে রয়েছি। রাজ্যের সব মানুষের সুস্থতা কামনা করি। বাংলায় যত শীঘ্র সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে। বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে নেমেছে NDRF। দুর্গতদের সাহায্যে খামতি হবে না।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct