রমজান মাসেও আক্রমন থেকে রেহাই পাচ্ছে না আফগানিস্তানর মসজিদ। আফগানিস্তানের পারওয়ান প্রদেশের রাজধানী চারেকারের একটি মসজিদে বন্দুক হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা।
মসজিদে হামলার বিষয়ে পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান হারুন মুবারেজ বলেন, ইফতারের পর মাগরিবের নামাজের সময় মসজিদে প্রার্থনারত মুসল্লিদের ওপর হামলা চালায় হামলাকারীরা। হামলাকারীরা হামলার পর পালিয়ে গেছে।
এই হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকারে করেনি। তবে এই হামলার জন্য তালিবানদের দায়ি করছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও, তালিবানদের তরফ থেকে এ নিয়ে কোনো বিবৃতি সামনে আসেনি এখনো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct