আবহবিজ্ঞানীদের আগাম পূর্বাভাস মতো ভয়াবহ ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে শুরু করেছে আজ বুধবার সকাল থেকে। পূর্ব মেদিনীপুরের দিঘায় সমুদ্রে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে আমফানের দাপটে। যদিও সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্মীরা প্রস্তুত রয়েছেন যে কোনো বিপর্যয় মোকাবিলা করতে। ইতিমধ্যে সমুদ্রের ধার থেকে অধিবাসীদের নিরাপদ স্থানে আশ্রয় শিবিরেনিয়ে যাওয়া হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের উপকূলে এই ঝড়ের প্রাবল্য থাকায় পুলিশ ও স্থানীয় প্রশাসন থেকে মাইকে আবেদন জানানো হচ্ছে, মানুষ যাতে বাড়ির বাইরে না বের হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যবাসীর প্রতি বলেছেন, তারা যেন দুর্যোগের মধ্যে বাড়ি থেকে না বের হন। ইতিমধ্যে, জানানো হয়েছে কলকাতা বিমানবন্দর আগামীকাল সকাল পাঁচটা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।