ভারতীয় ভূখণ্ড নিজেদের বলে দাবি করে বিতর্ক সৃষ্টি করল নেপাল। নেপালের এক মন্ত্রীর প্রস্তাবিত নতুন মানচিত্রে ভারতীয় ভূখন্ডকে নেপালের বলে দাবি জানানো হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত হয়েছে। বিবিসি বলছে,কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও তিনটি দেশের একটি সংযোগস্থলের একটি বিতর্কিত ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নেপালের সরকার। বিতর্কিত ভূখণ্ড কালাপানি আর লিপুলেখকে ভারত নিজেদের বলে দাবি করে আসছে।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা সমবায় এবং দারিদ্র বিমোচন বিষয়ক মন্ত্রী পদ্মা আরিয়াল নতুন এই মানচিত্রের প্রস্তাব করলে নেপালের মন্ত্রিসভা এ ব্যাপারে তাদের সম্মতি দিয়েছে।
নেপালের মন্ত্রিসভার একটি বৈঠকের পর সরকারের মুখপাত্র ও অর্থমন্ত্রী ইউভরাজ খাটিওয়াদা জানিয়েছেন, অনতিবিলম্বে নতুন এই মানচিত্র কার্যকর হবে। নতুন এই মানচিত্র স্কুল-কলেজের বইপত্রে, সরকারি প্রতীকে এবং অফিস-আদালতের সব কাগজপত্রে এখন থেকেই ব্যবহার করা হবে।
উল্লেখ্য, নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অন্যতম। এই ভূখণ্ডটি ভারত, নেপাল ও চীন - তিন দেশের একটি সংযোগস্থল, যাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct