আগামী বুধবার বামির্ংহ্যামের এজবাস্টনে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের খেলতে নামবে ইংল্যান্ড। টেস্ট ফরম্যাটে নাতুন মাইলফলক স্পশর্ করবে তারা । ক্রিকেট ইতিহাসে প্রথম কোনও দল হাজারতম টেস্ট খেলতে যাছে। এই ম্যাচকে সামনে রেখে আইসিসি অভিনন্দন জানিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোডের্ক। ইংল্যান্ডের ইতিহাস সৃষ্টির ম্যাচে সাক্ষী থাকবে ভারত।
বিশ্বের সবোর্চ্চ ক্রিকেট সংস্থার সভাপতি শশাঙ্ক মনোহর বলেছেন, ‘এক হাজারতম টেস্ট খেলতে যাওয়া ইংল্যান্ডের পুরুষ দলকে ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাতে চাই। এই ঐতিহাসিক ম্যাচে আমি ইংল্যান্ডকে শুভেচ্ছা জানাই। আশা করবো টেস্ট ক্রিকেটকে আরও অনুপ্রাণিত করবে।
১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচে মেলাবোর্নে খেলেছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেটিই ছিলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। এখন পর্যন্ত ৯৯৯ ম্যাচে অংশ নিয়ে ৩৫৭টি জয়, ২৯৭টি হার ও ৩৪৫টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। এরমধ্যে দেশের মাটিতে ৫১০ ম্যাচ খেলে ২১৩টি জয়, ১১৯টি হার ও ১৭৮টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের পরই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। তাঁরা ৮১২ ম্যাচ খেলে সবচেয়ে বেশি টেস্ট খেলার তালিকায় দ্বিতীয় স্থানে আছে।