রকেট হামলা থেকে কিছুতেই রেহাই দিচ্ছে না ইরাকে থাকা মার্কিন দূতাবাসকে। বাগদাদ বিমানবন্দরে ইরাকি কমান্ডারকে মার্কিন ড্রোন হত্যা করার পর তেজে ইরানের আক্রমনের লক্ষ্য হয়ে উঠেছে মার্কিন দূতাবাস ও সেনারা। এর আগে ইরাকের সেনাঘাঁটিতে আকাশ হামলা চালিয়েছিল ইরানি ক্ষেপণাস্ত্র। তাত্ৰ মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে তারপর থেকে ইরান সরাসরি আক্রমন না চালালেও বিভিন্ন ইরানপন্থী গোষ্ঠী যেমন হিজবুল্লাহ প্রভৃতি রকেট হামলা চালিয়ে নিশানা করছে ইরাকে থাকা মার্কিন দূতাবাসকে। তাই ফের কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। মঙ্গলবার ভোরে মার্কিন দ‚তাবাস, সরকারি ভবন অধ্যুষিত সুরক্ষিত গ্রিনজোন এলাকায়ও এই রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি। এদিকে এই হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। গত অক্টোবর থেকে ইরাকে মার্কিনীদের লক্ষ্য করে এ পর্যন্ত ২৪ টির বেশি হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পক্ষ থেকেই চালানো হয়েছে এসব হামলা। গত রবিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, ইরাক এবং সিরিয়া থেকে মার্কিন সেনা অবশ্যই প্রত্যাহার করতে হবে। জানা গেছে, করোনা ভাইরাস এবং আইএস জঙ্গিদের তৎপরতা কমে যাওয়ায় ইরাক থেকে ইতোমধ্যে প্রায় সাড়ে ৭ হাজার সেনা ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct