১১৮ বছরের পুরোনো মার্কিন চেইন ডিপার্টমেন্ট স্টোর জেসি পেনি দেউলিয়া হওয়ার পথে করোনার প্রভাবে। ইতিমধ্যে নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে তারা। এপ্রিলে সুদের অর্থ পরিশোধ করতে না পারায় তখনই খবর রটে, দেউলিয়া হচ্ছে জেসি পেনিও। এক মাস পর সেই খবরই সত্যি হতে চলছে। জানা গিয়েচে, জেসি পেনি মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৫০টির বেশি স্থানে পোশাক, প্রসাধনসামগ্রী ও গয়না বিক্রি করে। প্রায় ৮০ হাজার কর্মী কাজ করেন এই কোম্পানিতে। চ্যাপ্টার ১১-এর অধীনে দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করেছে জেসি পেনি। ঋণ পরিশোধ করতে না পারলেও কোম্পানি পুনর্গঠন করার অনুমতি চাওয়া হয়েছে ওই আবেদনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct