এই আষাঢ় ও শ্রাবণ মাসের ঝমঝম বৃষ্টিতে কিভাবে রক্ষা করবেন আপনার প্রযুক্তিকে। বৃষ্টিতে নিজেকে বাঁচাতে গিয়ে যখন-তখন আপনার সঙ্গে থাকা স্মার্টফোন, ঘড়ি, ল্যাপটপ বা ক্যামেরাটিতেও লাগতে পারে বৃষ্টির আলতো ছোঁয়া। তাছারা ভুলবশত যন্ত্রগুলো জলের কবলে পরতেই পারে। একঝলকে পরবর্তী পদক্ষেপগুলো কি নিতে হবে জেনে নেওয়া যাক।
স্মার্টফোন
স্মার্টফোন জলে পড়ে গেলে বা বৃষ্টিতে ভিজলে দ্রুত জল থেকে তুলে ফোনটা বন্ধ করে ফেলুন। আর যদি ফোনটা বন্ধ থাকে তাহলে ভুলে করেও চালু করবেন না এতে শর্টসার্কিট হতে পারে। সঙ্গে সঙ্গে ব্যাটারি খুলে ফেলুন। যদিও এখন বেশির ভাগ স্মার্টফোনেই ব্যাটারি ইনবিল্ট থাকে। ফোনটিকে গরম কোনো জায়গা বা রোদরে রেখে ভালো করে শুকিয়ে নেবেন। ফোনটি ঝাঁকাবেন না ঝাঁকালে ফোনের একেবারে ভেতরে জল প্রবেশ করতে পারে। ভালভাবে শুকিয়ে গেলে ফোনটি চালু করে দেখুন থিকথাক কাজ করছে কিনা। কিন্তু যদি উল্টাপাল্টা কাজ করে সেটাকে নিয়ে সার্ভিস সেন্টারে যগাযোগ করুন।
মনে রাখতে হবে
v ফোনটি ভেজা অবস্থায় অযথা ফেলে রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব শুকাতে শুরু করুন।
v অতিরিক্ত তাপমাত্রা স্মার্টফোনের জন্য ক্ষতিকর। অধৈর্য হয়ে অতিরিক্ত তাপ প্রয়োগ করবেন না।
v ফোনটি শুকানোর আগে কোনো অবস্থাতেই চালু করবেন না।
ল্যাপটপ বা ট্যাব
ট্যাবে জলের কবলে পড়লে পাওয়ার বন্ধ করে রাখুন এবং অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে যান। ল্যাপটপ এর ক্ষেত্রে পাওয়ার বন্ধ করে ব্যাটারি খুলে জলটা শুকিয়ে ফেলতে হবে। ভালভাবে শুকিয়ে গেলে ল্যাপটপ চালু করে দেখতে হবে কোনো সমস্যা হছে কি না। সমস্যা হলে নিকটতম কোনো সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে।
মনে রাখতে হবে
v টিস্যু পেপার কিংবা শুকনা কাপড় দিয়ে জল মুছে নেওয়ার চেষ্টা করুন।
v জল ভালোভাবে শুকানোর জন্য ফ্যানের নিচ রাখতে পারেন।
স্মার্ট ঘড়ি
এখন স্মার্ট ঘড়ির বিভিন্ন ধরনের ব্র্যান্ড ব্যবহার করে থাকেন অনেকে। যার মধ্যে দামি স্মার্ট ঘড়িগুলো জল নিরোধক হয়ে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct