ইয়েমেনে চলমান খারাপ অবস্থা এবং দেশটিতে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ফলে তৈরি হওয়া ভয়ানক পরিস্থিতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বা ইউএনএইচসিআর। ইয়েমেনে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বা ইউএনএইচসিআর জন নিকোলাস বোস এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইয়েমেনে গত পাচ বছরে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসনে দেশটির ৫০ ভাগ স্বাস্থ্য ও চিকিৎসা কাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। এখন দেশটিতে নতুন করে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। ইয়েমেনি জনগণ এরইমধ্যে নানা ধরনের রোগ যেমন ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া এবং কলেরায় মারা যাচ্ছে।’ এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনের একটি কবরস্তানের দায়িত্বে থাকা ফজল কায়েদ আহমাদ জানিয়েছেন যে গত এক সপ্তাহে এই শহরে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে প্রায় ৫০০ লোক মারা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct