আফগানিস্তানে এক সময় ইসলামি শাসন কায়েম করতে সেখানকার ছাত্র-যুবদের দ্বারা পরিচালিত বিদ্রোহী গোষ্ঠী তালিবানদের মদদ দিয়েছিল পাকিস্তান। তাদের মদতে এক সময় আফগানিস্তানে সরকার গড়েছিল তালিবানরাই যারা কট্টর ইসলামপন্থী বলেই পরিচিত। পরে, মার্কিন জোট বাহিনী আফগানিস্তান থেকে তালিবান শাসনকে উৎখাত করে। সেসময় তালিবানরা জঙ্গি মনোভাব অবলম্বন করে। এখনও আফগানিস্তানে নানা জঙ্গি হামলায় তাদেরকে দেখা যায়। যদিও তাদেরকে খানিকটা মান্যতা দিয়ে আমিরকা সম্প্রতি বৈঠকে বসেছে তালিবানদের সঙ্গে। উদ্দেশ্য, আপগানিস্তানে শান্তি ফেরানো। কারন, এখনও আফগানিস্তানের বেশ কিছু অংশে তালিবানরা জোরদার হওয়ায় আমেরিকা আর সংঘাতের দিকে না গিয়ে তাদের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে শুরু করেছে।আর তার ফলে তাদের মানসিকতার ক্রমে ক্রমে পরিবর্তন ঘটছে। যে তালিবানরা ঘোর বিরোধী ছিল ভারতের, তারাই এখন কাশ্মীর প্রসঙ্গে ভারতের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। এ ব্যাপারে তালিবানদের মুখপাত্র সুহাইল শাহিন ও জবিউল্লাহ মুজাহিদ ট্যুইট করে বলেছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই পাকিস্তানকে তারা সমর্থন করবে না। কারণ, কাশ্মীর নিয়ে পাকিস্তানের নাক গলানো উচিত নয়। এও বলা হয়েছে যে, তালিবানরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনও নাক গলাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct