আমাদের দেশের বিভিন্ন রাজ্যে আগেই ঘোষণা করেছিল করোনা সংক্রমণ রুখতে মুখে মাস্ক না পরলে জরিমানা করা হবে। সেই জরিমানার নিয়ম রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও।কারণ, শুধু লকডাউন দিয়ে করোনা রোখা সম্ভব নয়। তাই সাধারণ মানুষকে সতর্ক করতে এই জরিমানা বা শাস্তির বিধান চালু রয়েছে। এবার আরও কঠোর বিধান আনল আরব দেশ কাতার ও কুয়েত্। এই দুই দেশ করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ আইন চালু করেছে। বলা হয়েছে, মাস্ক না পরে ঘর থেকে বের হলে কঠোর শাস্তির হবে।যদি কেউ মুখে মাস্ক না পরে ঘরের বাইরে বের তাহলে কাতার ও কুয়েত সরকার জেল ও জরিমানা দুটোই হতে পারে।
কাতার সরকার জানিয়েছে, মাস্ক পরার নির্দেশ অমান্য করলে তিন বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। আর কুয়েতে সর্বোচ্চ শাস্তি হিসেবে তিন মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। কাতারে আইন অমান্যকারীদের জন্য ৫৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪২ লাখ টাকা। কুয়েতে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ২০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ লাখ টাকা। যতদূর জানা যাচ্ছে, বিশ্বে আর কোনও দেশ মুখে মাস্ক না পরলে এত বিপুল টাকার জরিমানার আইন চালু করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct