মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের পথেই চলেন। কাউকে তোয়াক্কা করেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বাড়ে বাড়ে নিষেধ করলেও তাদের পরামর্শ উপেক্ষা করে করোনা ভাইরাস ঠেকাতে এক সপ্তাহ ধরে হাইড্রোক্সিক্লোরোকুইন খেয়ে চলেছেন ট্রাম্প। আর কোনো রাখঢাক না রেখেই সে কথা নিজেই জানিয়ে দিয়েছেন সাংবাদিকদের। ট্রাম্প সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, করোনা রুখতে তিনি ম্যালেরিয়া বিরোধী ওষুধ খাচ্ছেন। তাই প্রতিদিন হাইড্রোক্সিক্লোরোকুইন খেয়ে চলেছেন। যদিও ওষুধটির নিরাপদ নাও হতে পারে বলে সতর্ক করেছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা। সেসবকে অবশ্য তোয়াক্কা করছেন না ট্রাম্প।
এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এটি প্রায় দেড় সপ্তাহ ধরে নিচ্ছি এবং আমি এখনও সুস্থ আছি। উল্লেখ্য, ট্রাম্প প্রতিদিন করোনা টেস্ট করিয়ে থাকেন বলে হোয়াইট হাউস সূত্র আগেই জানিয়েছিল। সেই আতঙ্কে নিজেই ডাক্তারি করে হাইড্রোক্সিক্লোরোকুইন খেয়ে চলেছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের দাবি, হাইড্রোক্সিক্লোরোকুইনের ইতিবাচক সুবিধা পাচ্ছি।
যদিও, করোনা চিকিৎসক বিশেষজ্ঞরা বলছেন, হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারে এমন কোনও প্রমাণ নেই, যদিও ক্লিনিক্যাল ট্রায়ালগুলি চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct