করোনা আতঙ্কের জের কাটতে না কাটতেই চিনে এবার নতুন আতঙ্ক সৃষ্টি করল ভূমিকম্প। সোমবার চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে স্বল্পমাত্রার ভূমিকম্পে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। মঙ্গলবার স্থানীয় সরকারের পক্ষ থেকে এক। বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
চিনের সরকারি সংবাদমাধ্যম সিননহুয়া সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যায় রিখটারস্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইউনান প্রদেশের ঝাওতোং শহরে। শহরটিতে প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে ছুটে আসে দমকল বাহিনী। ভূমিকম্পের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে ভূমিকম্প দুর্গত মানুষদের উদ্ধারকাজ শুরু করে।
উল্লেখ্য, চিন হচ্ছে একটি ভূমিকম্প প্রবণ দেশ। চিনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছে ২০০৮ সালে। সে সময় চিনের সিচুয়ানে রিখটারস্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রায় ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিল। এবারের ভূমিকম্প অবশ্য এত বেশিমাত্রায় হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct