বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার করা হচ্ছিল চিনের থেকে করোনা সংক্রমণে ভারত ছাড়িয়ে গেছে। কারন চীন সরকারের তথ্য অনুযায়ী ৮৪ হাজার জন করোনা আক্রান্ত হলেও ভারতে আক্রান্তের সংখ্যা তা ছড়িয়ে গেছে। কিন্তু চিনে প্রকৃত সংক্রমণের সংখ্যা নাকি চীন যে তথ্য দিয়েছে তার আটগুণ। এই তথ্য ফাঁস হয়ে চিনের সামরিক বাহিনী পরিচালিত এক বিশ্ববিদ্যালয় থেকে। এর ফলে চীনে কোভিড–১৯ সংক্রমণের সরকারি হিসেব ও প্রকৃত সংখ্যার মধ্যে তফাৎ আকাশ ও পাতাল। সরকারি হিসেবে চীনে করোনা ভাইরাস সংক্রমিতের সংখ্যা ৮৪ হাজার। কিন্তু সম্প্রতি চাংসা শহরে অবস্থিত জাতীয় সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ফাঁস হওয়া ডেটায় জানা গিয়েছে প্রকৃত সংখ্যাটি হল ৬ লক্ষ ৪০ হাজার!
যদিও বেজিং থেকে জানানো হয়েছিল, কোভিড–১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছে চীনের ৮৪ হাজার ২৯ জন। প্রথম থেকেই আন্তর্জাতিক মহলে চীনের দেওয়া এই তথ্য যথেষ্ট সন্দেহ তৈরি করেছিল। কারণ বরাবরই চিনের বিরুদ্ধে অভিযোগ তারা প্রকৃত তথ্য বাইরে বের করে না।
তাই বিশ্বের বিভিন্ন দেশ যখন চিনকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছিল তখন তাদের হাতে তেমন জোরদার তথ্য ছিল না। এবার ফাঁস হওয়া তথ্য প্রবল আলোড়ন তৈরি করেছে সর্বস্তরে। এবং একই সঙ্গে আমেরিকা সহ অন্যান্য ইউরোপের দেশগুলির চীনের বিরুদ্ধে তথ্য লুকোনোর অভিযোগ আরো জোরালো হবে।
যদিও চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান আনুষ্ঠানিক ভাবে এক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন তথ্য গোপন করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রাথমিক ভাবে সংক্রমণের দ্রুত ছড়িয়ে পড়াই হিসেব গরমিলের অন্যতম কারণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct