মারণ ভাইরাস করোনা থেকে বাঁচতে গবেষক কাজ করছেন প্রতিষেধক তৈরিতে। কিন্তু এখনও সঠিক কোনো ওষুধের সন্ধান মেলেনি। তারপরও বিভিন্ন উপায়ে চলছে গবেষণা। একদিকে যেমন ভ্যাকসিন তৈরির কাজে এগিয়েছে বহু দেশ, তেমনই হাতের কাছে থাকা ওষুধে কীভাবে করোনার মারণরূপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই গবেষণাতেও মন দিয়েছেন বিজ্ঞানীরা। একটি নতুন গবেষণা বলছে, ‘মাউথওয়াশ’ করোনার ভাইরাস মেরে ফেলতে সক্ষম। এই ভাইরাসের চারপাশে একটা মোটা আস্তরণ থাকে, আর কিছু কিছু কেমিক্যালে সেই আস্তরণ নষ্ট করা সম্ভব হয়। মাউথ ওয়াশের পক্ষেও সেটা করা সম্ভব বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এরকম কোনো গবেষণার ফলাফল জানানো হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকেও জানানো হয়েছে যে মাউথ ওয়াশে করোনা ভাইরাস নষ্ট হয়ে যায়, এমন কোনো প্রমাণ নেই। তবে গবেষকরা চাইছেন, দ্রুত এই বিষয়টা যাচাই করে দেখা হোক যে মাউথ ওয়াশে জীবাণু সত্যিই নষ্ট হয় কিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct