নভেল করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত দেশগুলোর মাঝে অন্যতম ফ্রান্স। এর মধ্যে সেখানে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬২৫ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজারের মতো। ফরাসিরাও আর পারছেন না। দু'মাসেরও অধিক সময় ধরে দেশটিতে চলছে কঠোর লকডাউন। প্যারিস থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমের এই অঁজ়ে শহরটা যেমন স্যাঁতসেতে, তেমনি ঠান্ডা। মাসে দু’একটা দিন চার দিক হেসে রোদ ওঠে। সে কী হইচই! ছেলে-বুড়ো নির্বিশেষে বাড়ির বাইরে বেরিয়ে হুটোপাটি। সবার দাবী, রোদে শরীর সেঁকলে করোনা ভাইরাস মরে যাবে!অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার উপর দারুণ ভরসা ফ্র্যান্সের। তারা ভেবেছিলেন, কয়েকটা সপ্তাহের লকডাউনেই করোনা রুখে দেওয়া যাবে। কিন্তু এত সংক্রমণ, এত মৃত্যুর ভার, সেই আত্মবিশ্বাস এখন উধাও। যার ফলে এই মারণ ভাইরাস থেকে রক্ষা পেতে তারা এখন তুকতাক-এর দিকেও পা বাড়াচ্ছেন। যদিও রোদ্দুরে করোনা ভাইরাস মরে যাবে, এমন তথ্য দিতে পারেননি চিকিৎসকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct